সবার মাঝারে
সবার মাঝারে আমি-
আমি তোমাদের মতো লোক;
আমার যা কিছু দামি
তোমাতেই নিবেদিত হোক।
আমার প্রকাশ দেখি-
তোমাদের পল্লি-ধূলা 'পরে
আমি যে স্বপন আঁকি-
এই বঙ্গের সকল ঘরে।
-----
আমি তোমাদের মতো লোক;
আমার যা কিছু দামি
তোমাতেই নিবেদিত হোক।
আমার প্রকাশ দেখি-
তোমাদের পল্লি-ধূলা 'পরে
আমি যে স্বপন আঁকি-
এই বঙ্গের সকল ঘরে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৭/০৪/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ২৭/০৪/২০১৭চমৎকার লিখেছেন।
-
সাঁঝের তারা ২৭/০৪/২০১৭ভাল লাগা রইল ...
-
রাবেয়া মৌসুমী ২৭/০৪/২০১৭চমৎকার ইচ্ছে..
-
সন্দীপ দাস ২৭/০৪/২০১৭নিশ্চই
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৪/২০১৭আহা স্মৃতিজাগানিয়া!