মধুর পরশ
বর্ষাকালে মধুর পরশ-
বাদল বাতাস ভারি;
কতই সবুজ সমাহারে-
বাদলেতে সুর ছাড়ি।
বরষা কালে সকল মাঝে
পেয়েছি মধু বর্ষণ;
বাদল মাঝারে ভিজে ভিজে
দিই হরেক চুম্বন।
-----
বাদল বাতাস ভারি;
কতই সবুজ সমাহারে-
বাদলেতে সুর ছাড়ি।
বরষা কালে সকল মাঝে
পেয়েছি মধু বর্ষণ;
বাদল মাঝারে ভিজে ভিজে
দিই হরেক চুম্বন।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২৬/০৪/২০১৭মজাদার
-
রাশেদ খাঁন ২৬/০৪/২০১৭সুন্দর
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৬/০৪/২০১৭চমৎকার ।সুন্দর লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৪/২০১৭হু, বেশ!
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ২৬/০৪/২০১৭চমৎকার