কবির মেলা
কবির মেলায় কবি আছে-
মন জুড়ে থাকে আশা;
কবিত্ব সব হারিয়ে গেছে-
নেই ছন্দময়ী ভাষা।
সুর বিহনেতে গদ্য টানে-
কবিতায় নেই ছন্দ;
লেখা যে শুধু লেখাই হল
নেই কবিতার গন্ধ।
------
মন জুড়ে থাকে আশা;
কবিত্ব সব হারিয়ে গেছে-
নেই ছন্দময়ী ভাষা।
সুর বিহনেতে গদ্য টানে-
কবিতায় নেই ছন্দ;
লেখা যে শুধু লেখাই হল
নেই কবিতার গন্ধ।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেলি ২৫/০৪/২০১৭সত্যিই তাই
-
মধু মঙ্গল সিনহা ২৪/০৪/২০১৭সঠিক বলেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৪/২০১৭কবিতা হোক শক্তি।
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ২৪/০৪/২০১৭ভালই হয়েছে!
-
সোহেল রানা আশিক ২৪/০৪/২০১৭বেশ মজার