জোছনার রাতে
জোছনার রাতে জেগে চাঁদ-
দেখো কত মোহময়;
হাজার তারার ভিড়ে এসে-
দীপ জ্বালে শোভাময়।
আমি জেগে আছি প্রিয়ধন
তুমি যাও সুখনিদ্রা-
তুমি আমার গোলাপ বর্ণ
ও প্রেম মোর হরিদ্রা।
-----
দেখো কত মোহময়;
হাজার তারার ভিড়ে এসে-
দীপ জ্বালে শোভাময়।
আমি জেগে আছি প্রিয়ধন
তুমি যাও সুখনিদ্রা-
তুমি আমার গোলাপ বর্ণ
ও প্রেম মোর হরিদ্রা।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোং নাজিম উদ্দিন ২৩/০৪/২০১৭সুন্দর
-
সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭সুন্দর কথামালা
-
সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭সুন্দর কথমালা
-
আরিফ মুহাম্মদ ২৩/০৪/২০১৭কবি ছোটকবিতায় বিষাদ ব্যাখা ভালো লেগেছে । সাথে থাকুন কবি। ধন্যবাদ নিবেন।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৩/০৪/২০১৭Good = মানে সেইরাম কম্পোজিশন!!
ধন্যবাদ -
মধু মঙ্গল সিনহা ২৩/০৪/২০১৭সুন্দর।