বাঁচার ছন্দ
সবাই যে মুক্তি পেতে চাই-
মুক্তিতে খোঁজে আনন্দ;
তবে কি এই দেশ,সংসার-
দিয়েছে বাঁচার ছন্দ!
প্রেমে মুক্তি, পথে ভালোবাসা
ভুলেছি যে প্রিয়জন;
বাঁচার জন্য বাঁচতে চাই-
মনেতে প্রশ্ন ভীষণ।
-------
মুক্তিতে খোঁজে আনন্দ;
তবে কি এই দেশ,সংসার-
দিয়েছে বাঁচার ছন্দ!
প্রেমে মুক্তি, পথে ভালোবাসা
ভুলেছি যে প্রিয়জন;
বাঁচার জন্য বাঁচতে চাই-
মনেতে প্রশ্ন ভীষণ।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশুতোষ দালাল ২২/০৪/২০১৭দারুন...
-
মধু মঙ্গল সিনহা ২২/০৪/২০১৭সবাই সুন্দর ভাবে বাঁচাতে চাই।অভিনন্দন।
-
সাঁঝের তারা ২২/০৪/২০১৭ভাল বক্তব্য - সুন্দর কবিতা। শুভেচ্ছা ...