মিথ্যাশ্রুতি
দিন যায়, ভোর হয়, আবার আসে সন্ধ্যা;
স্বামীটির ঘরেতে বউ তার বন্ধ্যা।
সন্তান হয়নি তার, কত জ্বালা বুকে;
আগুনে পোড়াল বউ ও বাড়ির লোকে।
বছর কুড়ি বয়স হবে, ফুটফুটে জোসনা-
সবার প্রিয় ছিল মেয়েখানি হাসিনা।
বাড়িতে তার কিছু নেই, কিছু নেই দামি;
পুলিশ খুঁজছে এসে, পলাতক স্বামী।
মেয়েটি মরিল এবার কত হাসাহাসি;
আবার ভোজ খাবে সব প্রতিবেশী।
আগুনে জ্বলছে দেহ উত্তাপ দাউদাউ;
জানি তুমি ভালো স্বামী, আবার বধূ চাও।
পোড়া দেশে নেই রীতি, আছে শুধু কান্না
অনেক দিয়েছ মিথ্যাশ্রুতি; থাক, আর না।
--------
স্বামীটির ঘরেতে বউ তার বন্ধ্যা।
সন্তান হয়নি তার, কত জ্বালা বুকে;
আগুনে পোড়াল বউ ও বাড়ির লোকে।
বছর কুড়ি বয়স হবে, ফুটফুটে জোসনা-
সবার প্রিয় ছিল মেয়েখানি হাসিনা।
বাড়িতে তার কিছু নেই, কিছু নেই দামি;
পুলিশ খুঁজছে এসে, পলাতক স্বামী।
মেয়েটি মরিল এবার কত হাসাহাসি;
আবার ভোজ খাবে সব প্রতিবেশী।
আগুনে জ্বলছে দেহ উত্তাপ দাউদাউ;
জানি তুমি ভালো স্বামী, আবার বধূ চাও।
পোড়া দেশে নেই রীতি, আছে শুধু কান্না
অনেক দিয়েছ মিথ্যাশ্রুতি; থাক, আর না।
--------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০১৭
-
ফয়সাল রহমান ২১/০৪/২০১৭ভালো
-
মধু মঙ্গল সিনহা ২১/০৪/২০১৭অনেক সুউ
ধন্যবাদ বন্ধু।