অভিনয়
কবিতায় কত কিছু বলি
সংগীতে আরও বলি কত;
অভিনয়ে রাজা হয়ে খেলি
বিশ্বাসে দেখেছি শত শত।
হেঁটে চলি সুদূরের দেশে
ভুলে থাকি সব স্মৃতিকথা;
সময়েতে আমি থাকি ভেসে
তোমার মাঝে দেখে থাকি তা।
এলোমেলো ও বাতাস আসে
বুকে ওঠে কতই কম্পন;
ভয় সব আড়ালেতে ভাসে
দুঃখেরা আমার যে আপন।
দূরে দূরে মানুষের দল
সুখের খবর থাকে দূরে;
মনে ভেসে আসে কোলাহল
তবু গান করি সুরে সুরে।
------
সংগীতে আরও বলি কত;
অভিনয়ে রাজা হয়ে খেলি
বিশ্বাসে দেখেছি শত শত।
হেঁটে চলি সুদূরের দেশে
ভুলে থাকি সব স্মৃতিকথা;
সময়েতে আমি থাকি ভেসে
তোমার মাঝে দেখে থাকি তা।
এলোমেলো ও বাতাস আসে
বুকে ওঠে কতই কম্পন;
ভয় সব আড়ালেতে ভাসে
দুঃখেরা আমার যে আপন।
দূরে দূরে মানুষের দল
সুখের খবর থাকে দূরে;
মনে ভেসে আসে কোলাহল
তবু গান করি সুরে সুরে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২০/০৪/২০১৭আপ্লুত ।