অবগাহন
চলে এসো যদি মনে পড়ে-
চলে এসো আমার এই ঘরে;
যদি মনে পড়ে কোনোদিন।
অবকাশ ঘুচে গেছে আজ-
মনে জমে সেদিনের লাজ;
তোমাতেই আজ মন ঋণ।
কেন জানি এসেছিলে তবে-
সেকথা আজও মনে রবে;
অপেক্ষাতে থাকব যে বসে।
মনেতে জমে আছে কষ্ট-
চোখে সব চেয়ে দেখি স্পষ্ট;
দুঃখেতে তবু উঠি হেসে।
------
চলে এসো আমার এই ঘরে;
যদি মনে পড়ে কোনোদিন।
অবকাশ ঘুচে গেছে আজ-
মনে জমে সেদিনের লাজ;
তোমাতেই আজ মন ঋণ।
কেন জানি এসেছিলে তবে-
সেকথা আজও মনে রবে;
অপেক্ষাতে থাকব যে বসে।
মনেতে জমে আছে কষ্ট-
চোখে সব চেয়ে দেখি স্পষ্ট;
দুঃখেতে তবু উঠি হেসে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৩/০৬/২০২০খুব সু ন্দ র
-
মেহেদী হাসান (নয়ন) ২০/০৪/২০১৭বাহ! বেশ ভাল লিখছেন কবি...।
-
শাহারিয়ার ইমন ২০/০৪/২০১৭ভালই
-
তাবেরী ২০/০৪/২০১৭মুগ্ধতায় ভরা ।
-
মধু মঙ্গল সিনহা ২০/০৪/২০১৭অসাধারণ।
-
রাবেয়া মৌসুমী ২০/০৪/২০১৭কবিতায় সুন্দর প্রেমের প্রকাশ,
-
সাঁঝের তারা ১৯/০৪/২০১৭খুব ভাল লাগল। শেষের লাইনটা সুন্দর।
-
সন্দীপন পাল(শুভ) ১৯/০৪/২০১৭স্মৃতিমেদুর