প্রেম অনুরাগ
দিন শেষে, নেমেছে দ্রুত অন্ধকার-
হাতবদল হবে গলিপথে এবার।
আকাশেতে দাপায় বজ্রগর্ভমেঘ;
অজস্র জলে ঢেকেছে তার আবেগ।
আমার গহন ঘরে, মন অসহায়-
তবুও পবিত্রদিন দেখি অসময়।
আমার সকল ঘৃণা শহরের পথে-
প্রতিবাদে তাই কেউ নেই সাথে।
আজ বাদল নেই, তবুও বর্ষার দাগ!
আকাশে কালবৈশাখী মনেতে ফাগ।
অন্ধ পথে প্রেম ছুটেছে অবিরত-
আমার স্বপ্নকথা দেখেছি নিয়ত।
তাই এসো বৃষ্টি পড়ার আগে,
তোমাকে আদর করি প্রেম অনুরাগে।
----------
হাতবদল হবে গলিপথে এবার।
আকাশেতে দাপায় বজ্রগর্ভমেঘ;
অজস্র জলে ঢেকেছে তার আবেগ।
আমার গহন ঘরে, মন অসহায়-
তবুও পবিত্রদিন দেখি অসময়।
আমার সকল ঘৃণা শহরের পথে-
প্রতিবাদে তাই কেউ নেই সাথে।
আজ বাদল নেই, তবুও বর্ষার দাগ!
আকাশে কালবৈশাখী মনেতে ফাগ।
অন্ধ পথে প্রেম ছুটেছে অবিরত-
আমার স্বপ্নকথা দেখেছি নিয়ত।
তাই এসো বৃষ্টি পড়ার আগে,
তোমাকে আদর করি প্রেম অনুরাগে।
----------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৪/২০১৭ভালো লাগলো।
-
সন্দীপন পাল(শুভ) ১৮/০৪/২০১৭Sir osomvob vlo kobita..
Ame ektu bolben j mobile phone a Bangla keyboard app best konta? -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৮/০৪/২০১৭সুন্দর কাব্য ছুয়া।।।বাহ