আহ্বান ২
যেখানে সূর্য মাটিতে মেশে-
আকাশ মেশে সাগরে;
বাতাস যেথা গাছের ছায়ে-
ভাঁটার জল জোয়ারে।
অস্ত বেলায় পূরণ স্নানে-
পাখিরা ফিরেছে পথে;
সেখানেই তোমার আহ্বান
তুমি মোর মন রথে।
------
আকাশ মেশে সাগরে;
বাতাস যেথা গাছের ছায়ে-
ভাঁটার জল জোয়ারে।
অস্ত বেলায় পূরণ স্নানে-
পাখিরা ফিরেছে পথে;
সেখানেই তোমার আহ্বান
তুমি মোর মন রথে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সূর্য্যিন্দুদীপ রাজ ১০/০৪/২০১৭অপূর্ব সুন্দর লেখা
-
কাজী জুবেরী মোস্তাক ০৯/০৪/২০১৭অসাধারণ
-
তাবেরী ০৯/০৪/২০১৭অসাধারণ কবিতা খানি।