হিসাব
আজ করি হিসেব নিকেশ
জমা খাতার সাথেতে;
প্রিয় ঘরে বাঁচার তাগিদ
অন্ধ আশার রাতেতে।
মনের জমি মনের ঘরে
থাকল দেখি পতিত;
আড়ালেতে গোপন আলাপ
অন্ধ আশায় অতীত।
-----
জমা খাতার সাথেতে;
প্রিয় ঘরে বাঁচার তাগিদ
অন্ধ আশার রাতেতে।
মনের জমি মনের ঘরে
থাকল দেখি পতিত;
আড়ালেতে গোপন আলাপ
অন্ধ আশায় অতীত।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২০/০৩/২০২০সুন্দর
-
কামরুজ্জামান সাদ ০৮/০৪/২০১৭লেখনী দারুন
-
মোঃওবায় দুল হক ০৮/০৪/২০১৭অনেক সুন্দর লেখা
-
মধু মঙ্গল সিনহা ০৮/০৪/২০১৭উচ্চ দার্শনিক দৃষ্টি ভঙ্গিতে ভরপুর।খুব ভালো লাগলো।
-
সূর্য্যিন্দুদীপ রাজ ০৮/০৪/২০১৭পড়লাম সুন্দর,
কবির অন্তর! -
সাইয়িদ রফিকুল হক ০৭/০৪/২০১৭সুন্দর!
-
হায়দার আলী লিটন ০৭/০৪/২০১৭দারুণ।কবি
-
মোনালিসা ০৭/০৪/২০১৭খূব ভালো