ভন্ড
ভক্তির সাথে ধূলার মাঝে-
প্রণাম করেছি কত;
বসন পাল্টে সাধু হয়েছি-
ধ্যানেতেই অবিরত।
চোখ দুটিতে স্বপন আঁকি-
সাথে ভন্ডামি মত্ততা;
ভক্তি আড়ালে লুকিয়ে রাখি-
আমার সে আদিমতা।
------
প্রণাম করেছি কত;
বসন পাল্টে সাধু হয়েছি-
ধ্যানেতেই অবিরত।
চোখ দুটিতে স্বপন আঁকি-
সাথে ভন্ডামি মত্ততা;
ভক্তি আড়ালে লুকিয়ে রাখি-
আমার সে আদিমতা।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সূর্য্যিন্দুদীপ রাজ ০৬/০৪/২০১৭খুব ভালো
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৫/০৪/২০১৭বাহ ।।চমৎকার কবিতা
-
আশুতোষ দালাল ০৫/০৪/২০১৭খুব ভালো
-
সফিউল্লাহ আনসারী ০৪/০৪/২০১৭ভাল হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৪/২০১৭বেশ! বেশ!
-
পরশ ০৪/০৪/২০১৭খুব মজা