www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উচাটন

একলা দুপুরে অবেলায়-
আজি মন উচাটন;
উদাস হাওয়া আনন্দেতে-
পাগল করেছে মন।
চৈত্রবাতাস চারিদিকেতে-
বহে নাও নদী পথে;
তোমার সব সুরের মালা-
আজকে আমার সাথে।
    ------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন গায়েন ২০/০৩/২০২০
    মুগ্ধ
  • সুজিত মান্না ০৫/০৪/২০১৭
    উচাটন শব্দের অর্থ জানা নেই ।।বলবেন প্লিজ।।
  • মন-উচাটন হওয়া ভালো।
  • যাদব চৌধুুরী ০৩/০৪/২০১৭
    কবিতাটি নিতে পারলাম না l তৃতীয়-চতুর্থ পঙক্তিতে "উদাস হাওয়া আনন্দেতে - / পাগল করেছে মন", আর সপ্তম-অষ্টম পঙক্তিতে "বুকের ভিতর তীব্র জ্বালা / আমি খুবই উত্তাল"l
    মাত্র আট পঙ্ক্তির কবিতায় এই change of emotion কী কারণে তা বোধগম্য হয় নি এবং এর ফলে কবিতাটির রসাস্বাদনে ব্যাঘাত হয়েছে বলে আমার মনে হয়েছে l
    • একেবারে সঠিক মূল্যায়ন। এটা একটি বড়ো কবিতার অংশ। দুটি অংশ জুড়ে এই সমস্যা হয়েছে। ঠিক করে দিলাম। এভাবেই পাশে থাকুন কবি বন্ধু।
      • যাদব চৌধুুরী ০৪/০৪/২০১৭
        সমালোচনাকে সঠিক spirit এ নিয়ে আপনি প্রমাণ করেছেন আপনার ভবিষ্যৎ উজ্বল l ধন্যবাদ l
 
Quantcast