উচাটন
একলা দুপুরে অবেলায়-
আজি মন উচাটন;
উদাস হাওয়া আনন্দেতে-
পাগল করেছে মন।
চৈত্রবাতাস চারিদিকেতে-
বহে নাও নদী পথে;
তোমার সব সুরের মালা-
আজকে আমার সাথে।
------
আজি মন উচাটন;
উদাস হাওয়া আনন্দেতে-
পাগল করেছে মন।
চৈত্রবাতাস চারিদিকেতে-
বহে নাও নদী পথে;
তোমার সব সুরের মালা-
আজকে আমার সাথে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২০/০৩/২০২০মুগ্ধ
-
সুজিত মান্না ০৫/০৪/২০১৭উচাটন শব্দের অর্থ জানা নেই ।।বলবেন প্লিজ।।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৪/২০১৭মন-উচাটন হওয়া ভালো।
-
যাদব চৌধুুরী ০৩/০৪/২০১৭কবিতাটি নিতে পারলাম না l তৃতীয়-চতুর্থ পঙক্তিতে "উদাস হাওয়া আনন্দেতে - / পাগল করেছে মন", আর সপ্তম-অষ্টম পঙক্তিতে "বুকের ভিতর তীব্র জ্বালা / আমি খুবই উত্তাল"l
মাত্র আট পঙ্ক্তির কবিতায় এই change of emotion কী কারণে তা বোধগম্য হয় নি এবং এর ফলে কবিতাটির রসাস্বাদনে ব্যাঘাত হয়েছে বলে আমার মনে হয়েছে l