দোসর
কোন সে পথের পারে-
তুমি বাঁধো ঘর;
কোন নয়নের মাঝে-
তুমি যে দোসর।
কোন কথার মায়ায়-
তুমি বাঁধো মোরে;
আজও বসন্তদিনে -
তুমি অন্তঃপুরে।
------
তুমি বাঁধো ঘর;
কোন নয়নের মাঝে-
তুমি যে দোসর।
কোন কথার মায়ায়-
তুমি বাঁধো মোরে;
আজও বসন্তদিনে -
তুমি অন্তঃপুরে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১১/০৩/২০১৭স্যারের লেখা সবসময় ভাল লাগে
-
কাজী জুবেরী মোস্তাক ১০/০৩/২০১৭ভাল হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৩/২০১৭ভালো লাগলো।