ছলনা
অজানা পথের দুইধারে-
ফুটে আছে কত ফুল;
কত শোভা-স্মৃতি বুকে নিয়ে
বেঁচে আছে নদীকূল।
অচিন দেশের পারে আজ-
রয়ে গেছে কত স্মৃতি;
তুমি এসে চলে গেছ দূরে-
মনেতে তোমার প্রীতি।
একদিন এসেছিলে মনে-
করতে ক্ষণিক দেখা;
নীরবযাত্রী হয়ে মনেতে
বসে আছি একাএকা।
প্রথম দেখার কালে বন্ধু
মনে ছলনা ছিলনা;
তবু সেদিনের ব্যথা- ঋণ
এ মন থেকে গেল না।
------
ফুটে আছে কত ফুল;
কত শোভা-স্মৃতি বুকে নিয়ে
বেঁচে আছে নদীকূল।
অচিন দেশের পারে আজ-
রয়ে গেছে কত স্মৃতি;
তুমি এসে চলে গেছ দূরে-
মনেতে তোমার প্রীতি।
একদিন এসেছিলে মনে-
করতে ক্ষণিক দেখা;
নীরবযাত্রী হয়ে মনেতে
বসে আছি একাএকা।
প্রথম দেখার কালে বন্ধু
মনে ছলনা ছিলনা;
তবু সেদিনের ব্যথা- ঋণ
এ মন থেকে গেল না।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ১০/০৩/২০১৭প্রেম
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৬/০৩/২০১৭আহা! প্রেম
তুমি কি???
কখনও হাসাও কখনও কাঁদাও.....
কখনো আবার কবিতা লেখাও।। -
পরশ ০৬/০৩/২০১৭অসাধারণ
-
সাবিরা শাওন ০৬/০৩/২০১৭সুন্দর লেখনী