বন্ধু-৪
বন্ধু আমার দূর সাগরে-
উথাল পাথাল ঢেউ;
বন্ধু আমার অনেক প্রিয়-
উছল জীবনে কেউ।
আকাশ সাজানো পূর্ণশশী
বন্ধু যে তাহার আলো;
থেকো বন্ধু হৃদয়ের মাঝে-
খুশির প্রদীপ জ্বেলো।
আমার সকল খুশি লেখা-
তোমার মাঝেই রাখি;
তুমি আমার আঁধার রাতে-
সজল সাজানো আঁখি।
বন্ধু আমার নীরব মনে
কথা বলা সুখপাখি;
মোর জীবনে আপন ঘরে-
তাহাকেই তুলে রাখি।
--------
উথাল পাথাল ঢেউ;
বন্ধু আমার অনেক প্রিয়-
উছল জীবনে কেউ।
আকাশ সাজানো পূর্ণশশী
বন্ধু যে তাহার আলো;
থেকো বন্ধু হৃদয়ের মাঝে-
খুশির প্রদীপ জ্বেলো।
আমার সকল খুশি লেখা-
তোমার মাঝেই রাখি;
তুমি আমার আঁধার রাতে-
সজল সাজানো আঁখি।
বন্ধু আমার নীরব মনে
কথা বলা সুখপাখি;
মোর জীবনে আপন ঘরে-
তাহাকেই তুলে রাখি।
--------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত কুমার ঘোষ ০৪/০৩/২০১৭ছন্দময়
-
ম্রীনময় সরকার ০৪/০৩/২০১৭ভাল
-
মোমিনুল হক আরাফাত ০৪/০৩/২০১৭sondor
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৩/২০১৭ভালো।
-
মোনালিসা ০৩/০৩/২০১৭ভাল
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৩/২০১৭ছন্দময় কাব্য,
প্রেম আর অভিমানের সমন্বয়।।
ধন্যবাদ -
রাবেয়া মৌসুমী ০৩/০৩/২০১৭এত প্রেম..