আঁচল
আমার রজনি নিদ্রাহীন-
ঘুম আসেনা চোখেতে;
তপ্ত দুপুর, তপ্ত ক্ষণেতে-
বসে থাকি যে আশাতে।
বিরহ অনলে জেগে মন-
ভাবনা তোমার দেশ;
তোমার মনে আঁচল পাতি-
নাই বুঝি তার শেষ।
----
ঘুম আসেনা চোখেতে;
তপ্ত দুপুর, তপ্ত ক্ষণেতে-
বসে থাকি যে আশাতে।
বিরহ অনলে জেগে মন-
ভাবনা তোমার দেশ;
তোমার মনে আঁচল পাতি-
নাই বুঝি তার শেষ।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল ইসলাম রাব্বি ০১/০৩/২০১৭অসাধারন চমৎকার লেখা অল্প কথায়
-
তাবেরী ২৭/০২/২০১৭অসাধারন
-
বিশ্বামিত্র ২৬/০২/২০১৭ছোট কবিতা হোক , ভাল লাগল। শুভেচ্ছা থাকল।
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ২৬/০২/২০১৭তুমার দেশেই আমার কুড়েঘর।
আমি আসবো,
পুষ্প,চন্দনে বরন কর।
চমৎকার প্রকাশ। -
আলীমুশ্বান সাইমুন ২৫/০২/২০১৭সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০২/২০১৭বেশ লাগলো।
-
মেহেদী হাসান (নয়ন) ২৫/০২/২০১৭খুব ভাল লিখছেন।
-
পরশ ২৫/০২/২০১৭ভাল