ফুল
আমার গাছের শাখে দেখি-
এক ফুল ফুটে আজ;
তার সাথে কথা বলে যাই-
তার মনে কত লাজ।
হালকা হাওয়ায় দুলিছে-
নাচিছে মনের মতো;
কত শোভা আজ তার মনে-
দেখিতেছি অবিরত।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে-
দিতেছে যে ওই উঁকি;
শত বরণের প্রাণখানি-
ভালোবাসাতেই রাখি;
সূর্যের রং দখল করেছে-
কাচা সোনাতেই মোড়া;
ঠিক ঠিক তাই চিনে নেয়-
দুষ্টু মধুপ - ভোমরা।
-----
এক ফুল ফুটে আজ;
তার সাথে কথা বলে যাই-
তার মনে কত লাজ।
হালকা হাওয়ায় দুলিছে-
নাচিছে মনের মতো;
কত শোভা আজ তার মনে-
দেখিতেছি অবিরত।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে-
দিতেছে যে ওই উঁকি;
শত বরণের প্রাণখানি-
ভালোবাসাতেই রাখি;
সূর্যের রং দখল করেছে-
কাচা সোনাতেই মোড়া;
ঠিক ঠিক তাই চিনে নেয়-
দুষ্টু মধুপ - ভোমরা।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ২৫/০২/২০১৭অসাধারন
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০২/২০১৭ভালো।