তুই
অতীতের কথা ভুলে যা-
কষ্টও ভুলে যাবি তুই;
তুই ঘরে আরামে থাক,
আমি আজ শান্তিতে শুই।
এই কটা দিন ভালোই-
বেশ ছিলাম তোকে ভুলি;
আমার এ শান্তিবেলায় -
তুই কেন আবার এলি!
------
কষ্টও ভুলে যাবি তুই;
তুই ঘরে আরামে থাক,
আমি আজ শান্তিতে শুই।
এই কটা দিন ভালোই-
বেশ ছিলাম তোকে ভুলি;
আমার এ শান্তিবেলায় -
তুই কেন আবার এলি!
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাফর পাঠান ০২/০৩/২০১৭বাহ্ । ছন্দবদ্ধ ছড়া-পদ্যটি বেশ লাগলো দাদা। ভালো থাকুন সতত।
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ২৮/০২/২০১৭ভুলে গেলাম দাদা,তারুণ্যে আর লেখা হল না,ভাল থাকবেন,আমি সরবে এসেছিলাম,নিরবে ফিরে গেলাম।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০২/২০১৭বেশ!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৩/০২/২০১৭ওয়াও, দারুণ চমক।।।
ধন্যবাদ