একুশ
একুশ
সুজিতকুমার বিশ্বাস
বাংলা আমার মনের কথা-
বাংলায় গেয়েছি গান;
বাংলার মাটিতে পা ফেলেছি-
বাংলা যে আমার প্রাণ।
ভালোবাসা আমার প্রতিজ্ঞা-
ও মাতৃভাষার তরে;
একুশের বোধন বাজিছে-
বাংলার প্রতিটি ঘরে।
তুমি যে হবে না, কভু ম্লান-
এ একুশে ফেব্রুয়ারি
নব প্রজন্ম জানিবে সব-
তারাই উত্তরসূরি;
আজ হল শহিদ দিবস
রক্ত ফোঁটা বিনিময়;
আজকের দিনে শুভ চিত্র,
আমরা করেছি জয়।
-------
সুজিতকুমার বিশ্বাস
বাংলা আমার মনের কথা-
বাংলায় গেয়েছি গান;
বাংলার মাটিতে পা ফেলেছি-
বাংলা যে আমার প্রাণ।
ভালোবাসা আমার প্রতিজ্ঞা-
ও মাতৃভাষার তরে;
একুশের বোধন বাজিছে-
বাংলার প্রতিটি ঘরে।
তুমি যে হবে না, কভু ম্লান-
এ একুশে ফেব্রুয়ারি
নব প্রজন্ম জানিবে সব-
তারাই উত্তরসূরি;
আজ হল শহিদ দিবস
রক্ত ফোঁটা বিনিময়;
আজকের দিনে শুভ চিত্র,
আমরা করেছি জয়।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ০৪/০৩/২০২০দারুণ
-
বিশ্বামিত্র ২৬/০২/২০১৭একুশে ফেব্রুয়ারী বাংলা ভাষার আন্তর্জাতিক প্রতীক। খুব ভাল লেগেছে।শুভেচ্ছা রইল কবি।
-
রাবেয়া মৌসুমী ২৩/০২/২০১৭মনের মাধুরীতে..
-
মনিরুল ইসলাম ফারাবী ২২/০২/২০১৭অনবদ্য
-
ইমানুর রহমান ২২/০২/২০১৭অনবদ্য লেখনি কাকা ৷ শুভ কামনা রইল ৷
-
কাজী জুবেরী মোস্তাক ২১/০২/২০১৭ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ২১/০২/২০১৭কথা সত্য।
-
এস এম আলমগীর হোসেন ২১/০২/২০১৭দারুন হয়েছে