প্রত্যাশা
আজ কেন শুধু এ আঁখিতে-
ঝরিতেছে এত জল;
কেটে যায় বেলা, বিরহেতে-
মন করে ছলছ্ল।
প্রাণ করে শুধু আনচান-
মোর বন্ধুর বিহনে;
আমি দেখা করব আবার-
আমার বন্ধুর সনে।
-----
ঝরিতেছে এত জল;
কেটে যায় বেলা, বিরহেতে-
মন করে ছলছ্ল।
প্রাণ করে শুধু আনচান-
মোর বন্ধুর বিহনে;
আমি দেখা করব আবার-
আমার বন্ধুর সনে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ২১/০২/২০১৭সুন্দর
-
মুহাম্মদ রুমান ২১/০২/২০১৭ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২০/০২/২০১৭ভালো লাগলো।