মেলা
বাড়ির কাছে বসল মেলা-
হাজার লোকের ভিড়;
আমি গেলাম সেই মেলাতে-
সবে যখন অস্থির।
মেলার মাঝে মুরতি বড়ো-
দেখি 'গণেশ জননী';
মেলার মাঝে ছোট্ট মেয়ের-
বিলাপ কান্না থামেনি।
সবাই দেখি ব্যস্ত ভীষণ-
হেথায় হোথায় ছোটে,
এ মিলন মেলা শূন্য হয়
সবাই এবার ওঠে।
মেলার ভিড়ের কত ছবি-
থাকবে আমার মনে;
আবার আমি আসব জানি-
এই মেলার প্রাঙ্গণে।
-----------
হাজার লোকের ভিড়;
আমি গেলাম সেই মেলাতে-
সবে যখন অস্থির।
মেলার মাঝে মুরতি বড়ো-
দেখি 'গণেশ জননী';
মেলার মাঝে ছোট্ট মেয়ের-
বিলাপ কান্না থামেনি।
সবাই দেখি ব্যস্ত ভীষণ-
হেথায় হোথায় ছোটে,
এ মিলন মেলা শূন্য হয়
সবাই এবার ওঠে।
মেলার ভিড়ের কত ছবি-
থাকবে আমার মনে;
আবার আমি আসব জানি-
এই মেলার প্রাঙ্গণে।
-----------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত কুমার ঘোষ ১৯/০২/২০১৭ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০২/২০১৭বেশ বন্ধু।
-
দ্বীপ সরকার ১৯/০২/২০১৭নাইস