শুধা
আজি দিবসের শেষে আমি-
কী দিব তোমার কাছে!
আমার দুয়ারে ক্ষুধা ছিল,
আজ শুধু শুধা আছে।
আমার ঘরে জ্বালাব আজি-
সন্ধ্যার প্রদীপ খানি
শতমালা গেঁথে রেখে দিও-
এ জীবন ফুলদানি।
-------
কী দিব তোমার কাছে!
আমার দুয়ারে ক্ষুধা ছিল,
আজ শুধু শুধা আছে।
আমার ঘরে জ্বালাব আজি-
সন্ধ্যার প্রদীপ খানি
শতমালা গেঁথে রেখে দিও-
এ জীবন ফুলদানি।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুল ইসলাম ফারাবী ১৯/০২/২০১৭আহা কি চমৎকার
-
মনিরুল ইসলাম ফারাবী ১৯/০২/২০১৭ভালো লাগল
-
মোনালিসা ১৮/০২/২০১৭লাইক দিলাম
-
এম এস সজীব ১৭/০২/২০১৭Tymon Na
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০২/২০১৭বাহ!
চমৎকার কাব্য প্রয়াস
একটি নিবেদন ও ভক্তিমূলক কবিতা
একরাশ ধন্যবাদ