প্রেম
আজ চলো, প্রেম প্রেম খেলি-
গাঁয়ের মাঠের ধারে;
সকলে গেছে গোলাপ বনে-
ভেসে যায় পরপারে।
হলুদ বসন্ত দিন মাঝে-
ভালোবাসিবার গান;
একটি ফুল তোমারে দিব-
ইচ্ছা তরে আনচান।
তোমাকে কত বেসেছি ভালো-
আজ বোঝাবার দিন;
সব কিছু ভুলে, চলে এসো-
প্রেম মাঝে অমলিন।
হাত দুটি যে পাগল হবে-
চোখেতে বলিবে কথা,
প্রণয়ে প্রণয়ে একাকার
ভালোবাসাবাসি সেথা।
------
গাঁয়ের মাঠের ধারে;
সকলে গেছে গোলাপ বনে-
ভেসে যায় পরপারে।
হলুদ বসন্ত দিন মাঝে-
ভালোবাসিবার গান;
একটি ফুল তোমারে দিব-
ইচ্ছা তরে আনচান।
তোমাকে কত বেসেছি ভালো-
আজ বোঝাবার দিন;
সব কিছু ভুলে, চলে এসো-
প্রেম মাঝে অমলিন।
হাত দুটি যে পাগল হবে-
চোখেতে বলিবে কথা,
প্রণয়ে প্রণয়ে একাকার
ভালোবাসাবাসি সেথা।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৭/০১/২০২০সু ন্দ র
-
মুহাম্মদ রুমান ১৭/০২/২০১৭ভালো লেখনী
-
আব্দুল হক ১৫/০২/২০১৭ভেরী নাইস!
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০২/২০১৭ভালো লাগলো।
-
প্রশান্ত কুমার ঘোষ ১৪/০২/২০১৭সুন্দর
অনেক ভালোলাগা -
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৪/০২/২০১৭ফাগুন দিনের শুভেচ্ছা!!!
-
মোনালিসা ১৪/০২/২০১৭ঠিক তাই.........
-
রাবেয়া মৌসুমী ১৪/০২/২০১৭শুেভচ্ছা,