ভুল
বধূ, বেলা যায়! বেলা শেষে-
আজি বসে থাকি আমি;
শূন্য আমার দুয়ার পট-
শুধু ভুলে গেছ তুমি।
এই পথ যে শূন্য আজিকে-
আসেনাতো কোনো ঢেউ;
তোমার সেই সুরের ডালি-
আজ দেখেনাতো কেউ।
-------
আজি বসে থাকি আমি;
শূন্য আমার দুয়ার পট-
শুধু ভুলে গেছ তুমি।
এই পথ যে শূন্য আজিকে-
আসেনাতো কোনো ঢেউ;
তোমার সেই সুরের ডালি-
আজ দেখেনাতো কেউ।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ১২/০২/২০১৭দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০২/২০১৭ভালো লাগলো।
-
মোনায়েম খান নিজাম ১১/০২/২০১৭সুন্দর কবিতা।
-
মোনালিসা ১১/০২/২০১৭ভাল
-
প্রশান্ত কুমার ঘোষ ১১/০২/২০১৭সকলে ভুলে যায়
সত্য -
এমরান হোসেন ১১/০২/২০১৭সুন্দর