সুখস্মৃতি
তুমি বন্ধু জানলে না আজ-
পরান কেঁদেছে কত;
তুমি বন্ধু দেখলে না আজ -
হৃদ মাঝারের ক্ষত।
মনেতে আমার বড়ো ইচ্ছা-
আসিবে আবার ফিরে;
তোমার মধু কথামালায়-
আমারে রাখিবে ঘিরে।
দিন যায় ভাবতে তোমায়-
রাত কাটে অবেলায়;
আমার সকল সুখ-স্মৃতি
রাখি তব আঙিনায়।
আমার দিন কাটেনা আর
তোমার বিহনে প্রিয়;
যেখানে থাকো, একটু এসে
আমার খবর নিও।
------
পরান কেঁদেছে কত;
তুমি বন্ধু দেখলে না আজ -
হৃদ মাঝারের ক্ষত।
মনেতে আমার বড়ো ইচ্ছা-
আসিবে আবার ফিরে;
তোমার মধু কথামালায়-
আমারে রাখিবে ঘিরে।
দিন যায় ভাবতে তোমায়-
রাত কাটে অবেলায়;
আমার সকল সুখ-স্মৃতি
রাখি তব আঙিনায়।
আমার দিন কাটেনা আর
তোমার বিহনে প্রিয়;
যেখানে থাকো, একটু এসে
আমার খবর নিও।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ০৪/০২/২০১৭বন্ধু
-
ফয়সাল রহমান ০৩/০২/২০১৭সুন্দর
-
প্রশান্ত কুমার ঘোষ ০৩/০২/২০১৭অনেক ভালো লাগা
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০২/২০১৭বেশ হয়েছে।
-
রাবেয়া মৌসুমী ০৩/০২/২০১৭সুন্দর!
-
রইস উদ্দিন খান আকাশ ০৩/০২/২০১৭বেশ ছন্দময়
-
পরশ ০৩/০২/২০১৭দারুন
-
আব্দুল হক ০৩/০২/২০১৭সুন্দর কথা!