পথ
কত পথ হাঁটাবে আমায়-
কতদূর নিয়ে যাবে!
কোথায় আছে বসন্তক্ষণ-
মোর অপেক্ষায় রবে।
তোমার আঁখিতে দীপ জ্বেলে-
শিশিরে ভেজাব মন;
সকল বেলা শেষ করিয়া-
পথে ভাসিব দুজন।
----
কতদূর নিয়ে যাবে!
কোথায় আছে বসন্তক্ষণ-
মোর অপেক্ষায় রবে।
তোমার আঁখিতে দীপ জ্বেলে-
শিশিরে ভেজাব মন;
সকল বেলা শেষ করিয়া-
পথে ভাসিব দুজন।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ২৭/০১/২০১৭ভালোলাগা রেখে গেলাম
-
মুহাম্মদ রুমান ২৭/০১/২০১৭nice
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০১/২০১৭বেশ হয়েছে।