ইচ্ছা
ঠোঁটের কোণায় এ দুষ্টুমি-
বলো দেখি কার জন্য!
তোমার এমন ভঙ্গি দেখে-
হয়ে উঠি অতি ধন্য।
চোখের মাঝে কত আহ্বান-
ডাকো বুঝি ভালোবেসে;
হাসিতে মাখাব ওই মুখ-
তোমার কাছেতে এসে।;
------
বলো দেখি কার জন্য!
তোমার এমন ভঙ্গি দেখে-
হয়ে উঠি অতি ধন্য।
চোখের মাঝে কত আহ্বান-
ডাকো বুঝি ভালোবেসে;
হাসিতে মাখাব ওই মুখ-
তোমার কাছেতে এসে।;
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ২৭/০১/২০১৭হৃদয়গ্রাহী লেখা
-
Abheek ২৬/০১/২০১৭খুব ভালো!!
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০১/২০১৭খুব সুন্দর হয়েছে।
-
মোহাম্মদ ইউনুছ ২৫/০১/২০১৭নিরন্তর শুভ কামনা রইল
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০১/২০১৭ভালো।
-
পরশ ২৫/০১/২০১৭অনেক সুন্দর
-
সোলাইমান ২৫/০১/২০১৭অনেক ভালো লাগা রেখে গেলাম, শুভেচ্ছা জানবেন কবি।