বক
আকাশ পথে বকের সারি-
উড়ছে কতই সুরে;
আমার মনে বাসনা হয়-
ভেসে যাই দুরে দূরে।
শীতের মাঠে বকের ওড়া-
দেখি শুধু চেয়ে চেয়ে;
বাড়িয়ে গলা, হাঁটছে দেখি
আকাশের পানে ধেয়ে।
----
উড়ছে কতই সুরে;
আমার মনে বাসনা হয়-
ভেসে যাই দুরে দূরে।
শীতের মাঠে বকের ওড়া-
দেখি শুধু চেয়ে চেয়ে;
বাড়িয়ে গলা, হাঁটছে দেখি
আকাশের পানে ধেয়ে।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৪/০৬/২০২০ভাল লাগল
-
সোলাইমান ২৪/০১/২০১৭দারুন প্রত্যয়
সুন্দর লাগল। -
প্রশান্ত কুমার ঘোষ ২২/০১/২০১৭সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২২/০১/২০১৭বাঃ