পানসি (৫০ তম)
ওহে, মোর প্রাণ মরমিয়া-
বাহিছ পানসি নাও;
আকাশ তলে, হলুদ বনে-
নিজেরে তুলিয়া দাও।
একা একা ভেসে চলে যাও-
কোন সুদূরের পারে?
দেখেছি তোমার হাসিমুখ-
দাঁড়িয়ে নদীর ধারে।
-----
বাহিছ পানসি নাও;
আকাশ তলে, হলুদ বনে-
নিজেরে তুলিয়া দাও।
একা একা ভেসে চলে যাও-
কোন সুদূরের পারে?
দেখেছি তোমার হাসিমুখ-
দাঁড়িয়ে নদীর ধারে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২১/০১/২০১৭অসাধারন ! অনন্য ভাবনার অনবদ্য উপস্তাপনায় বিমুগ্ধ !
-
মেহেদী হাসান (নয়ন) ১৮/০১/২০১৭খুব ভালো লিখেন কবি
-
আনিসা নাসরীন ১৮/০১/২০১৭অনেক সুন্দর
-
jannatul ripa ১৭/০১/২০১৭দারুন সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০১/২০১৭বেশ হয়েছে।
-
আরিফ মুহাম্মদ ১৭/০১/২০১৭আবেগের মসৃর্ণ প্রসবণ । ধন্যবাদ কবি।
-
Abheek ১৭/০১/২০১৭ভাল