শান্তি
শ্রাবণী-ধারায় কাছে বসে,
দাও আমারে পরশ;
ঋণী হয়েছি, তখন জানি-
তাই হয়নি সাহস।
গাছের ছায়ে তোমার তনু-
দেখেছি অবাক দৃষ্টে;
শান্তি খেলায় আমার ঠোঁট-
দিয়েছি তোমার পৃষ্ঠে।
------
দাও আমারে পরশ;
ঋণী হয়েছি, তখন জানি-
তাই হয়নি সাহস।
গাছের ছায়ে তোমার তনু-
দেখেছি অবাক দৃষ্টে;
শান্তি খেলায় আমার ঠোঁট-
দিয়েছি তোমার পৃষ্ঠে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১৭/০১/২০২০সু ন্দ র
-
সোলাইমান ১৩/০১/২০১৭খুব সুন্দর, মন মাতানো কাব্য। প্রিয় কবি, ভাল থাকুন।
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ০৮/০১/২০১৭সুন্দর লিখেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০১/২০১৭বেশ লাগলো।
-
পরশ ০৮/০১/২০১৭সুন্দর