দৃষ্টি
জলকণা নহে তুমি প্রিয়ে-
তুমি মোর জলধারা;
তোমার দৃষ্টি পাবার আশে-
আমি হই মনোহরা।
পথ ভুলে জানি, কোন কালে-
তুমি যে দিয়েছ দেখা;
তুমি আমার ভাবনা সাথি-
তোমাতেই কাব্য লেখা।
-----
তুমি মোর জলধারা;
তোমার দৃষ্টি পাবার আশে-
আমি হই মনোহরা।
পথ ভুলে জানি, কোন কালে-
তুমি যে দিয়েছ দেখা;
তুমি আমার ভাবনা সাথি-
তোমাতেই কাব্য লেখা।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১৭/০১/২০২০অনন্য
-
সোলাইমান ১৩/০১/২০১৭অনেক মুগ্ধতা রেখে গেলাম ।। সুস্থ থাকুন সর্বদা ।। শুভ কামনা নিরন্তর...
-
রাবেয়া মৌসুমী ০৫/০১/২০১৭চমৎকার!
-
আমি-তারেক ০৪/০১/২০১৭jolkona joldhara - valo upoma.
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০১/২০১৭বেশ!
-
শান্ত চৌধুরী ০৪/০১/২০১৭বাহ প্রেয়সীর জন্য কাব্য