তনু-২
কাছেতে বসে মেলে দিয়েছ-
তোমার সবুজ তনু;
গ্রহণ করেছি মৃদু স্পর্শ
হয়ে আমি নতজানু।
আলতো করে ধরতে হাত-
মনেতে বড়ো আহ্লাদ;
তোমার তনুর নবঘ্রাণে-
আমি হই যে উন্মাদ।
-----
তোমার সবুজ তনু;
গ্রহণ করেছি মৃদু স্পর্শ
হয়ে আমি নতজানু।
আলতো করে ধরতে হাত-
মনেতে বড়ো আহ্লাদ;
তোমার তনুর নবঘ্রাণে-
আমি হই যে উন্মাদ।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০১/০১/২০১৭কবিকে জানাই শুভ নববর্ষের অশেষ শুভকামনা।
-
মোমিনুল হক আরাফাত ৩১/১২/২০১৬দারুণ
-
পরশ ৩০/১২/২০১৬সেরাম
-
চন্দন পাল ৩০/১২/২০১৬খুব ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১২/২০১৬লিখতে থাকুন।