পণ
গাছের ছায়ে তুমি ও আমি-
এক তপ্ত মধ্যক্ষণ;
চালতা, বকুল আর কত-
অজানা গাছের বন।
সবুজ ঘাসে চাদর পাতি-
বসে আছি কাছাকাছি;
কথার ছলে বুঝিয়ে দাও-
আমি যে তোমার আছি।
------
এক তপ্ত মধ্যক্ষণ;
চালতা, বকুল আর কত-
অজানা গাছের বন।
সবুজ ঘাসে চাদর পাতি-
বসে আছি কাছাকাছি;
কথার ছলে বুঝিয়ে দাও-
আমি যে তোমার আছি।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহজাহান সিরাজ ১০/০১/২০১৭ছোট কবিতা সে তো ছোট নয় -এক একটি বিষাদ সিন্দু...ধন্যবাদ কবি আপনাকে।
-
সোলাইমান ২৮/১২/২০১৬মন তৃপ্ত সাহসী উচ্চারণে শুভেচ্ছা প্রিয় কবিকে
-
আরিফ মুহাম্মদ ২৭/১২/২০১৬সুন্দর ছোট কবিতা।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১২/২০১৬বেশ!
-
আরিফ মুহাম্মদ ২৭/১২/২০১৬সুন্দর একটি ছোট কবিতা।