পিছে
ওই দিকে ও কে চলে যায়-
মাটির পথটি ধরে;
তাহার রাঙা আঁচলখানি-
পড়েছে ধূলার 'পরে।
চেয়ে চেয়েই দেখতে থাকি-
হলুদ আঁচল যায়;
আমার স্বপ্ন জমতে থাকে-
মোর মন মোহনায়।
------
মাটির পথটি ধরে;
তাহার রাঙা আঁচলখানি-
পড়েছে ধূলার 'পরে।
চেয়ে চেয়েই দেখতে থাকি-
হলুদ আঁচল যায়;
আমার স্বপ্ন জমতে থাকে-
মোর মন মোহনায়।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ২৫/১২/২০১৬
-
মোঃ জুলফিকার আলী ২৫/১২/২০১৬সুন্দর, ধন্যবাদ।
-
রইস উদ্দিন খান আকাশ ২৫/১২/২০১৬বেশ সুন্দর
-
সোলাইমান ২৫/১২/২০১৬আপনার কবিতার মধ্যে একটা অন্য রকম সুর মেলে।ভাল কবিতা!
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১২/২০১৬বেশ!
-
আমি-তারেক ২৪/১২/২০১৬sundor ...
-
পরশ ২৪/১২/২০১৬চমতকার
-
শমসের শেখ ২৪/১২/২০১৬অনেক সুন্দর লেখা যেন মন ছুঁয়ে যায় ।
মাটিতেই মাটি শুদ্ধ হবে মাটি
মহাজনের খবর.....
সওদাগর বাঁধা ........ মায়ার আচল..... স্নেহের পরশ.... যায় চলে... মেঠো পথে... সৌপন জমা মন মোহনায়....
কত কথা বলে.....কবিতার প্র্রতিটি ভাজে.... ভালো লাগলো সুন্দর ভাবনার কাব্য....