ছায়া
বসে আছি মুখোমুখি আজ-
তব হাত দুটি ধরে;
পিছনেতে বন, সরোবর-
হরেক গাছের পরে।
সবুজ ঘাসেতে পা দিয়েছি-
বসেছি ছায়ায় তার;
সময় কতটা চলে গেছে-
খেয়াল রাখিনি আর।
------
তব হাত দুটি ধরে;
পিছনেতে বন, সরোবর-
হরেক গাছের পরে।
সবুজ ঘাসেতে পা দিয়েছি-
বসেছি ছায়ায় তার;
সময় কতটা চলে গেছে-
খেয়াল রাখিনি আর।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৪/১২/২০১৬অনন্য ভাবনা! খুব খুব ভালো!শুভেচ্ছা কবি
-
আব্দুল হক ২৩/১২/২০১৬আলেয়ার আলো বর্ষিত হোক।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/১২/২০১৬রোম্যান্টিক!
-
মোমিনুল হক আরাফাত ২৩/১২/২০১৬চমৎকার
-
রেজওয়ান উল হক জীবন ২৩/১২/২০১৬Bah !
-
শমসের শেখ ২৩/১২/২০১৬যথেষ্ট সুন্দর লিখেছেন । ছোট্ট লেখায় অনেক ভাব ফুটে উঠেছে ।