একা
এমন কোরোনা, বলেছি যে-
ওহে মোর শ্রীবালিকা;
তোমার বারতা না আসিলে-
আমি হই বড়ো একা।
ভালো লাগেনা মনেতে কিছু
জমে যে অন্ধ-আঁধার;
ধরণির 'পরে পা ফেলিতে
ভীত হই বারবার।
------
ওহে মোর শ্রীবালিকা;
তোমার বারতা না আসিলে-
আমি হই বড়ো একা।
ভালো লাগেনা মনেতে কিছু
জমে যে অন্ধ-আঁধার;
ধরণির 'পরে পা ফেলিতে
ভীত হই বারবার।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ০৪/০২/২০২০সুন্দর।
-
শমসের শেখ ২৩/১২/২০১৬কবির মনের ভাব কবিতায় ফুটে উঠেছে । সূভকামনা রইল
-
নরসিংহ (নব রঞ্জন সিংহ) ২০/১২/২০১৬ভাল । শুভেচ্ছা ও শুভকামনা ।
-
মোঃ জুলফিকার আলী ২০/১২/২০১৬অনেক সুন্দর। ভাল লাগলো।
-
কাকলি মল্লিক ২০/১২/২০১৬বাহ্ চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ২০/১২/২০১৬বাঃ
-
মোনালিসা ২০/১২/২০১৬আবার এমন করে লিখ্বেন
-
সোলাইমান ২০/১২/২০১৬অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। শুভ কামনা নিরন্তর...