বার্তা
ফোন ধরোনি, রিং হয়ে যায়-
কেটে যায় কয় ঘন্টা;
অসহায় যে, ব্যস্ত ব্যাকুল-
এ পরিনত মনটা।
কীভাবে বুঝি, কেমনে বলি
বার্তা কেমনে পাঠাই
তোমার কণ্ঠ শুনিতে ইচ্ছা-
তোমাকেই শুধু চাই।
------
কেটে যায় কয় ঘন্টা;
অসহায় যে, ব্যস্ত ব্যাকুল-
এ পরিনত মনটা।
কীভাবে বুঝি, কেমনে বলি
বার্তা কেমনে পাঠাই
তোমার কণ্ঠ শুনিতে ইচ্ছা-
তোমাকেই শুধু চাই।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২০/১২/২০১৬sundor hoisey...valo
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১২/২০১৬বেশ তো!
-
সোলাইমান ১৯/১২/২০১৬মুগ্ধ অনুভূতির লিখন প্রিয় কবি।। শুভ কামনা নিরন্তর...
-
নরসিংহ (নব রঞ্জন সিংহ) ১৯/১২/২০১৬অপূর্ব ! শুভেচ্ছা ।
-
কুয়াশা ১৯/১২/২০১৬তোমার কণ্ঠ শুনিতে ইচ্ছা-
তোমাকেই শুধু চাই।
আশা করি পেয়ে যাবেন।ভালো লাগল। শুভেচ্ছা নেবেন কবি। -
পরশ ১৯/১২/২০১৬হুম্ম.........
-
মোঃ জুলফিকার আলী ১৯/১২/২০১৬ছোট হলে কী হবে? অনেক সুন্দর। ধন্যবাদ দাদা।