www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাধ

ভালোবাসার ডাক এসেছে-
জেগে ওঠে নব প্রাণ;
আমার সকল ভালোবাসা-
তোমাতেই সমর্পণ।
আমার মনের শত হাসি-
লইয়ো গো যত পারো;
আমার প্রেম গ্রহণ করে-
আমারে যে ঋণী কোরো।
    ------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন গায়েন ০৪/০২/২০২০
    খুব ভাল।
  • গুরুপদ নেয়ে ২০/১২/২০১৬
    আমি আপনাকে তা বলিনি,
    বলতে চাইছি আপনার এই কবিতাটিতে
    অন্তমিল লক্ষণীয় তাই এটি আরও
    সুস্পষ্ট হলে ভালো হত
    যেমন-----
    ভালোবাসার ডাক এসেছে
    জেগে ওঠে নব প্রাণ;
    আমার সকল ভালোবাসা
    তোমাতে করে গো দান!
    -----এখানে অন্তমিলটি 'প্রাণ' আর 'দান' দিয়ে!
    অর্থাৎ উভয়ের মাঝে 'আন' বজায় আছে.
    আমি আপনাকে এটাই বলতে চেয়েছি!
    ধন্যবাদ প্রিয় কবি!
  • গুরুপদ নেয়ে ২০/১২/২০১৬
    আমি আপনার লেখার বৈশিষ্ট্য দেখে
    খুবই বিস্মিত হই,
    আপনি একটুতেই অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন!
    তবে কবিতাটির তৃতীয় চরনটি আরেকটু অন্য ভাবে আনলে ভালো হত!
    ভালো থাকুন!
    • মন্তব্যে অনুপ্রাণিত। তারুণ্যের এই ব্লগে লেখা কবিতাগুলি এভাবেই লিখব। লক্ষ করলে দেখবে , মোট ৪ টি চরণ আছে। প্রতিটি আবার বিভক্ত। অক্ষর বিভাজন= প্রতি চরণে ১৮ (প্রথমে ১০, পরে ৮)। শুভেচ্ছা।
  • পরশ ১৯/১২/২০১৬
    সুন্দর হয়েছে
  • ভালোবাসার সুন্দর আকুতি।
 
Quantcast