চূড়া
টিলার 'পরে দাঁড়িয়ে আছি-
দূরে পাহাড়ের চূড়া;
আকাশে ভাসিছে মেঘগুলি-
মোর মন আত্মহারা।
দেখেছি চেয়ে দূর আকাশে-
মরমিয়া প্রতিচ্ছবি;
চূড়ার বুকেতে কত কথা-
উদাসি মনেতে ভাবি।
------
দূরে পাহাড়ের চূড়া;
আকাশে ভাসিছে মেঘগুলি-
মোর মন আত্মহারা।
দেখেছি চেয়ে দূর আকাশে-
মরমিয়া প্রতিচ্ছবি;
চূড়ার বুকেতে কত কথা-
উদাসি মনেতে ভাবি।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/১২/২০১৬সুন্দর কাব্যরস
-
মোমিনুল হক আরাফাত ১০/১২/২০১৬nice
-
আমি-তারেক ১০/১২/২০১৬vinno proyash...
-
আলমগীর সরকার লিটন ১০/১২/২০১৬কবিতাগুলো এখানে খুবি ভাল লাগছে