www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেঁচে থাকুক নীল জল

অসীমের শূন্যে বা শূন্যের অসীমে ,
মিল্কিওয়ের প্রতিটি বালুকণায়
বা অখেয়ালের দেয়ালে , খসে যাওয়া রংয়ে ,
তীরহীন নদীর মোহনায় বা অবহেলার ভাঙা কাঁচের টুকরোয় ,
বেঁচে থাকুক তোর ঘৃণা ,
তাচ্ছিল্য ভরা নিঃশ্বাসের রেশ...
বেঁচে থাকুক আজন্মলালিত ভালোবাসার আঁড়ালের কামুক লোভ , তোর ভালোবাসা …
তোর চোখ তোর মায়াময়ী কন্ঠস্বর , তার গান ,
বেঁচে থাকুক নীল জল …
ঘরের কোণে অবহেলিত মুচড়ানো কয়েক চিঠি ,
ধুলিমাখা ডায়েরীর পাতাগুলির ধুলো , বেঁচে থাকুক …
বেঁচে থাকুক বিকেলের রোদ ,
পাহাড়ের সবুজ স্বপ্নের সেই ফোস্কা কুঁড়ানো , দৌড়ঝাপ ,
তোর ঘরের পর্দার ভাজে আটঁকে থাকা কত শত মজার গল্প ,
হাসা-হাসি দু' এক অশ্লীল কৌতুক …
বেঁচে থাকুক সন্ধ্যার বুক ,
জোনাক পোকার পালকের ছোঁয়া বা
তাদের আলোর ভালোবাসা বিলানো শহর …

বেঁচে থাকুক তোর তারার আকাশ , হাজারো তারা ,
তোর হাজারো রূপ ,
ঘুম ভাঙা রাতের দুঃস্বপ্ন আর
তোর অধরে আমার কোমল স্পর্শ , বেঁচে থাকুক …
বেঁচে থাকুক আমার স্বার্থপরতা আর
তার ফাঁকে তোর স্বার্থকামী কামুকতা …
অসীমের শূন্যে বা শূন্যের অসীমে ,
মিল্কিওয়ের প্রতিটি বালুকণায়
বা অখেয়ালের ভাঙা কাঁচের টুকরোয় ,
বেঁচে থাকুক তোর ভালোবাসা , ঘৃণা ,
তাচ্ছিল্য ভরা নিঃশ্বাসের রেশ , বেঁচে থাকুক --
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast