www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুভ কামনা

কি পেয়েছি আর কি হারিয়েছি,
কি কথা ছিলো আর কি হয়েছিলো,
কি ভাবতাম আর কি ভাবছি, কি ই বা করছি আর কি করবো?
পুরানো হিসাব গুলোকে এখানেই চুকিয়ে দিবো, না কি সামনে টেনে নিয় যাবো?
কোনো কনফিউশন নয়................
আসছে নতুন একটি সকাল যাচ্ছে শুধুই একটা অতীত।
দ্বিধা দন্দ বন্ধ করে এখন সময় নতুন কে নতুন ভাবে শুরু করার।
পুরানো তে যা কিছু ভালো ছিলো সেগুলো কে অনুপ্রেরনা মনে করে, নতুন সকাল, নতুন দিন, নতুন বছর তথা জীবনটাকে নতুন ভাবে সাজানোই হবে নতুন বছরের নতুন শপথ।
সব মিথ্যে গুলো ধুলোয় মিশে যাক। স্বপ্ন গুলো সব সত্যি হয়ে ধরা দিক। এই শুভ কামনা আমার সকল বন্ধু শুভাকাঙ্খিদের জন্য।
বিদায়২০১৪.....................................
..................................................স্বাগতম২ ০ ১ ৫
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১৪৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রিয় ২৫/০৭/২০১৬
    খুব ভালো ।আপনার লেখার একটি নিজেস শৈলী আছে।
  • সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫
    mam @ valo laglo
  • আবু সাহেদ সরকার ১৬/০১/২০১৫
    চলে এলাম আপনার পাতায়। চাকরীর পরীক্ষা ছিল তাই ব্লগে ঠিকমত লেখা হচ্ছেনা। বেশ ভালোও লাগলো আপনার শুভ কামনাটি পড়ে। আমিও শুভ কামনা জানাই আপনাকে। হৃদয় মন্দিরকে উদার করতে শিখ, তবেই না তোমায় সবাই মঙ্গল কামনা করবে। ধন্যবাদ।
  • এম এস সজীব ১৪/০১/২০১৫
    সে যে আর আসবে না ফিরে
    সে চলে গেছে আপন নিড়ে
  • অসমাপ্ত গল্পটি ০৪/০১/২০১৫
    স্বপ্ন গুলো সব
    সত্যি হয়ে ধরা দিক।
  • স্বপন শর্মা ০৩/০১/২০১৫
    Happy new year 2015
  • Happy New year...........................
  • শুভ কামনা রইলো কবি... কিছু বানান ঠিক করে নিন। happy new year.
  • সাইদুর রহমান ৩১/১২/২০১৪
    নববর্ষের শুভেচ্ছা।
  • নতুন বছরের শুভেচ্ছা
  • পুরনো বছরের ভুল গুলো যেন আর নতুন বছরে না করি সেই প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে । সবার জীবনে আসুক অনাবিল আনন্দ এই শুভ কামনায় !
  • অগ্নিপক্ষ ৩১/১২/২০১৪
    happy new year!
  • রক্তিম ৩১/১২/২০১৪
    যাক যাক পুরনো যা কিছু মন্দ যেটুকু ভালো পেলাম সেটা নিয়ে এগিয়ে যাব সামনের পথে । এস নতুন এস ।
 
Quantcast