ইচ্ছে
প্রবল একটি ইচ্ছে আমার আমি তোমাদের মাঝে থাকবো।
তোমাদের মত করে তােমাদের সাথে বাচবো।
আমি তােমাদের কে একটি মূহুর্তের জন্য ও মিস করতে চাই না।
আম মৌসুমি ভৌমিকের সেই গানটা গাইতে চাই না
"আমি শুনেছি সেদিন........................"
আমি শুনতে চাই না আমি তোমাদের প্রত্যেকটি ঘটনার সাক্ষি হতে চাই।
আমি ছেলে বন্ধু মেয়ে বন্ধু বুঝতে চাই না আমি শুধু বন্ধু বুঝতে চাই।
বাট আমি কেনাে পারি না। সমাজ সভ্যতা কেনো বার বার আমাকে হারিয়ে দেয়? কেনো?
তবে কি আজো বেগম রোকেয়া , সুফিয়া কামাল রা সফল হতে পারে নি।
কেনো?
তোমাদের মত করে তােমাদের সাথে বাচবো।
আমি তােমাদের কে একটি মূহুর্তের জন্য ও মিস করতে চাই না।
আম মৌসুমি ভৌমিকের সেই গানটা গাইতে চাই না
"আমি শুনেছি সেদিন........................"
আমি শুনতে চাই না আমি তোমাদের প্রত্যেকটি ঘটনার সাক্ষি হতে চাই।
আমি ছেলে বন্ধু মেয়ে বন্ধু বুঝতে চাই না আমি শুধু বন্ধু বুঝতে চাই।
বাট আমি কেনাে পারি না। সমাজ সভ্যতা কেনো বার বার আমাকে হারিয়ে দেয়? কেনো?
তবে কি আজো বেগম রোকেয়া , সুফিয়া কামাল রা সফল হতে পারে নি।
কেনো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন শর্মা ১২/১২/২০১৪আমি তেমন বিজ্ঞ কেউ না, আপনার লেখায় পরিপুর্ন আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, যা আরো গুছিয়ে লেখতে পারলে আরও সুন্দর হতো, চালিয়ে যান আর আবেগ গুলোকে কাজে লাগান, ধন্যবাদ কবি|
-
রক্তিম ১১/১২/২০১৪আপনার সামনের বাধা আপনাকে ঠেলে সরাতে হবে । ঠিক যেমন মাটি ভেদ করে একটা চারাগাছ পাতা মেলে ধরে । তারপর রবির কিরণ, বৃষ্টি ধারা আর বাতাস হাত বাড়িয়ে বলে ওঠো জাগো চোখ মেলে দেখো এই পৃথিবী তোমার । ভালো থাকবেন ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১১/১২/২০১৪আমার তো মনে হয় আপনি আমাদের সাথেই আছেন। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু লিমিটেশন তো থাকেই। তবে কোনো কিছুতেই থেমে থাকলে চলবে না। সব কিছু ঠিক রেখে নিজের মত করে এগিয়ে যেতে হবে।
-
আবু সাহেদ সরকার ১১/১২/২০১৪ইচ্ছে থাকা ভালো, তবে বড় ইচ্ছে থাকা ভালো নয়। যেমন-বেগম রোকেয়া, সুফিয়া কামালের মত তো বাংলাদেশে আর একটি খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীতে জন্মও নেবে না। তবে সমাজ সভ্যতায় এদের চরিত্রের হওয়া আবশ্যক।
তােমাদের > তোমাদের
বাচব > বাঁচবো
সাক্ষি > স্বাক্ষী
কেনাে > কেন
বাংলার মধ্যে ইংরেজী যেমন- বাট > কিন্তু
হওয়া স্বাভাবিক বাট বোঝা বড় মুশকিল।
আশাকরি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।
(বড়দের সম্মান করুন, তবেই আগামীর প্রজন্ম আপনাকে সম্মান করবে।) -
সাইফুল্লাহ আল-জাহিদ ১০/১২/২০১৪ভালই হইছে খালা
-
সুদীপ্তবিশ্বাস ০৯/১২/২০১৪ইচ্ছে
ইচ্ছে আমার নৌকা হয়ে নদীর বুকে ভাসব
ইচ্ছে আমার শাপলা হয়ে পুকুর জুড়ে হাসব।
ইচ্ছে আমার সারা গায়ে চাঁদের আলো মাখব
ইচ্ছে আমার বন্ধু তোমার হাতটি ধরে রাখব ।
ইচ্ছে আমার মেঘের মত আকাশ পথে উড়ব
ইচ্ছে আমার নদীর মত বন পাথরে ঘুরব।
ইচ্ছে আমার ফুলের উপর ভ্রমর হয়ে থাকি
ইচ্ছে আমার আকাশ জুড়ে রামধনুটা আঁকি।
ইচ্ছে আমার বৃষ্টি হব ঝরবো অঝোর ধারায়
রামধনুর ওই সাতটি রঙে ইচ্ছেগুলো হারায়... -
অনিরুদ্ধ বুলবুল ০৯/১২/২০১৪মানুষ তুমি নও কো তুমি
নারী কিংবা পুরুষ মহাজন
নও কো তুমি হিন্দু মুসলমান
এই পরিচয় হোক তব
শাশ্বত চির মহান.....
সবাই মানুষ সবার মাঝে
তোমার অবস্থান!!
তুমি মানব সন্তান নারী কিংবা পুরুষ হলো আপেক্ষিক বিতর্কের বিষয়। এখানে আমরা সেই বিতর্ক ভুলে যেতে চাই। সবাই আমরা বন্ধু; কেউ নারী কেউ পুরুষ নই।
শুভেচ্ছা স্বাগতম। -
আবিদ আল আহসান ০৯/১২/২০১৪অসাধারণ
-
পরিতোষ ভৌমিক ০৯/১২/২০১৪সুন্দর চেতনা সমৃদ্ধ লেখা, বাট'্শব্দটি বাংলায় অনুবাদ করলে আরো ভালো লাগবে । আবেগে ভরপুর......একটি লেখা ।
-
অ ০৯/১২/২০১৪সুন্দর আবেগী কথামালা ।