www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইচ্ছে

প্রবল একটি ইচ্ছে আমার আমি তোমাদের মাঝে থাকবো।
তোমাদের মত করে তােমাদের সাথে বাচবো।
আমি তােমাদের কে একটি মূহুর্তের জন্য ও মিস করতে চাই না।
আম মৌসুমি ভৌমিকের সেই গানটা গাইতে চাই না
"আমি শুনেছি সেদিন........................"
আমি শুনতে চাই না আমি তোমাদের প্রত‌্যেকটি ঘটনার সাক্ষি হতে চাই।
আমি ছেলে বন্ধু মেয়ে বন্ধু বুঝতে চাই না আমি শুধু বন্ধু বুঝতে চাই।
বাট আমি কেনাে পারি না। সমাজ সভ্যতা কেনো বার বার আমাকে হারিয়ে দেয়? কেনো?
তবে কি আজো বেগম রোকেয়া , সুফিয়া কামাল রা সফল হতে পারে নি।
কেনো?
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন শর্মা ১২/১২/২০১৪
    আমি তেমন বিজ্ঞ কেউ না, আপনার লেখায় পরিপুর্ন আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, যা আরো গুছিয়ে লেখতে পারলে আরও সুন্দর হতো, চালিয়ে যান আর আবেগ গুলোকে কাজে লাগান, ধন্যবাদ কবি|
  • রক্তিম ১১/১২/২০১৪
    আপনার সামনের বাধা আপনাকে ঠেলে সরাতে হবে । ঠিক যেমন মাটি ভেদ করে একটা চারাগাছ পাতা মেলে ধরে । তারপর রবির কিরণ, বৃষ্টি ধারা আর বাতাস হাত বাড়িয়ে বলে ওঠো জাগো চোখ মেলে দেখো এই পৃথিবী তোমার । ভালো থাকবেন ।
  • আমার তো মনে হয় আপনি আমাদের সাথেই আছেন। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু লিমিটেশন তো থাকেই। তবে কোনো কিছুতেই থেমে থাকলে চলবে না। সব কিছু ঠিক রেখে নিজের মত করে এগিয়ে যেতে হবে।
  • আবু সাহেদ সরকার ১১/১২/২০১৪
    ইচ্ছে থাকা ভালো, তবে বড় ইচ্ছে থাকা ভালো নয়। যেমন-বেগম রোকেয়া, সুফিয়া কামালের মত তো বাংলাদেশে আর একটি খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীতে জন্মও নেবে না। তবে সমাজ সভ্যতায় এদের চরিত্রের হওয়া আবশ্যক।

    তােমাদের > তোমাদের
    বাচব > বাঁচবো
    সাক্ষি > স্বাক্ষী
    কেনাে > কেন

    বাংলার মধ্যে ইংরেজী যেমন- বাট > কিন্তু
    হওয়া স্বাভাবিক বাট বোঝা বড় মুশকিল।
    আশাকরি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।

    (বড়দের সম্মান করুন, তবেই আগামীর প্রজন্ম আপনাকে সম্মান করবে।)
    • আবু সাহেদ সরকার ১১/১২/২০১৪
      আপনি কি ল্যাপটপ ব্যবহার করেন? আপনি লিখছেন ঠিকই কিন্তু সাপোর্ট করছে না হয়তো বা কমান্ড ভুল হচ্ছে। ঠিক?
  • ভালই হইছে খালা
    • তুহিনা সীমা ১১/১২/২০১৪
      আসলে খালা শব্দটা ঠিক বুঝলাম না।
      • মানে আপ্নি আমার আন্টি
        • অগ্নিপক্ষ ১৩/১২/২০১৪
          অ্যাঁ!
  • সুদীপ্তবিশ্বাস ০৯/১২/২০১৪
    ইচ্ছে
    ইচ্ছে আমার নৌকা হয়ে নদীর বুকে ভাসব
    ইচ্ছে আমার শাপলা হয়ে পুকুর জুড়ে হাসব।
    ইচ্ছে আমার সারা গায়ে চাঁদের আলো মাখব
    ইচ্ছে আমার বন্ধু তোমার হাতটি ধরে রাখব ।
    ইচ্ছে আমার মেঘের মত আকাশ পথে উড়ব
    ইচ্ছে আমার নদীর মত বন পাথরে ঘুরব।
    ইচ্ছে আমার ফুলের উপর ভ্রমর হয়ে থাকি
    ইচ্ছে আমার আকাশ জুড়ে রামধনুটা আঁকি।
    ইচ্ছে আমার বৃষ্টি হব ঝরবো অঝোর ধারায়
    রামধনুর ওই সাতটি রঙে ইচ্ছেগুলো হারায়...
    • তুহিনা সীমা ১০/১২/২০১৪
      আমার লেখার উপর এত সুন্দর মন্তব্য পেয়ে সত্যি অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
  • অনিরুদ্ধ বুলবুল ০৯/১২/২০১৪
    মানুষ তুমি নও কো তুমি
    নারী কিংবা পুরুষ মহাজন
    নও কো তুমি হিন্দু মুসলমান
    এই পরিচয় হোক তব
    শাশ্বত চির মহান.....
    সবাই মানুষ সবার মাঝে
    তোমার অবস্থান!!
    তুমি মানব সন্তান নারী কিংবা পুরুষ হলো আপেক্ষিক বিতর্কের বিষয়। এখানে আমরা সেই বিতর্ক ভুলে যেতে চাই। সবাই আমরা বন্ধু; কেউ নারী কেউ পুরুষ নই।

    শুভেচ্ছা স্বাগতম।
    • তুহিনা সীমা ১০/১২/২০১৪
      আপনাকে ও শুভেচ্ছা। আপনার কথাগুলো সত্যি অনেক সুন্দর। আমার অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনি।
  • আবিদ আল আহসান ০৯/১২/২০১৪
    অসাধারণ
  • পরিতোষ ভৌমিক ০৯/১২/২০১৪
    সুন্দর চেতনা সমৃদ্ধ লেখা, বাট'্শব্দটি বাংলায় অনুবাদ করলে আরো ভালো লাগবে । আবেগে ভরপুর......একটি লেখা ।
    • তুহিনা সীমা ১০/১২/২০১৪
      দুঃখিত কথার ছলে আসে। ঠিক আছে। আমি পরের লেখাগুলো তে ঠিক করে নিবো। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
  • ০৯/১২/২০১৪
    সুন্দর আবেগী কথামালা ।
 
Quantcast