www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ম্যাজিক

শুধু একটা ম্যাজিক!
একটা ম্যাজিক দরকার।
যে কিনা পাল্টে দিবে জীবনের সকল মোড়। কোন অপূর্ণতা থাকবেনা। কোন বিয়োগ থাকবেনা।
চারদিকে ভালোবাসা, ভালো মানুষ আর সকল ভালো হওয়ার স্বপ্ন থাকবে।

শুধু একটা ম্যাজিক !!
একটা ম্যাজিক লাইট দরকার।
যা কিনা জীবনের সকল অন্ধকার কে দূর করে দিবে। কোন ধোয়াশা থাকবেন না।
চারদিকে থাকবে শুধু আলোর ঝলকানি, আলো আর আলো পাওয়ার স্বপ্ন থাকবে।

শুধু একটা ম্যাজিক!
একটা ম্যাজিক মানুষ দরকার।
যে কিনা সুখে এবং দুখে সবসময়ই এই হাতে হাত রাখবে। যার ছোঁয়ায় কোন শূন্যস্থান থাকবে না। কোন কিছুই না পাওয়ার থাকবে না।
চারদিকে শুধু ভালোলাগা, সুখ আর সুখ নেওয়া দেওয়ার স্বপ্ন থাকবে।

আমার গল্পের মোড় পাল্টে দেওয়ার সেই ম্যাজিকটার জন্য শুধুই অপেক্ষা।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১২৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম এস সজীব ১৭/০২/২০১৭
    Nc
  • আবিদ আল আহসান ২২/০১/২০১৫
    হুম ভালোই
  • মোহাম্মদ রফিক ১৪/০১/২০১৫
    এতটুকু সুখের খোঁজে,
    এতটুকু শান্তির জন্য
    যে মানুষের মন বোঝে
    বিনিময়হীন ভালোবাসার জন্য।

    যে দেখাতে পারবে
    গড়তে পারবে সুখের মিনার
    ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে
    দেখাবে ম্যাজিক সে জাদুকর।
    আমি এমনই একজন ম্যাজিক দেখানোর জাদুকর খুঁজি
    দেশের জন্য, মা-মাটি আর মানুষের মুক্তির জন্য
  • নাজমুল আহসান ১২/০১/২০১৫
    ম্যাজিক আগর বাতি হলে কেমন হয় । ধন্যবাদ ভাল লেখার জন্য ।
  • সত্যি সুন্দর একটা ম্যাজিকের কথা বলেছেন। খুব ভালো হতো এমন একটা ম্যাজিক পেলে। আপনার জন্য শুভ কামনা থাকলো যে আপনি যেনো এমন ম্যাজিক পেয়ে যান। আর হ্যা পেলে জানাবেন। আপনার লেখা ভালো লাগলো। আসরে এটি আপনার প্রথম লেখা। আপনাকে আসরে স্বাগতম। ভালো থাকবেন।
  • মুহাম্মদ মাসউদ ১০/১২/২০১৪
    শুধু একটা ম্যাজিকম্যাজিক দরকার।

    যার কারণে হবে কমেন্টের ছড়াছড়ি।
    একে অপরের পোস্টে কমেন্ট করব।
    থাকবে শুধু পাম্প আর পাম্প
    • তুহিনা সীমা ১১/১২/২০১৪
      দারুন তো। খুব ভালো বলেছেন। এই ম্যাজিকটা এখানে খুব দরকার।
      • মুহাম্মদ মাসউদ ১১/১২/২০১৪
        হ্যাঁ
  • সুদীপ্তবিশ্বাস ০৯/১২/২০১৪
    সুন্দর চাওয়া
  • আবু সাহেদ সরকার ০৯/১২/২০১৪
    সুন্দর প্রকাশ। তবে কিছু বানানে ভুল দেখা যাচ্ছে। আশাকরি ঠিক করে নিবেন ধন্যবাদ।
    • তুহিনা সীমা ১০/১২/২০১৪
      ধন্যবাদ। যদি একটু বলে দিতেন কোন গুলো তাহলে কৃতজ্ঞ থাকতাম।
      • আবু সাহেদ সরকার ১০/১২/২০১৪
        কোনাে > কোন
        ছোয়া > ছোঁয়া
        জন > জন্য
        শুদ্ধ করলে আশাকরি আরও ভালো লাগবে। ভালো থাকবেন সতত।
        • তুহিনা সীমা ১১/১২/২০১৪
          অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
          • আবু সাহেদ সরকার ১১/১২/২০১৪
            ভুল গুলো শুদ্ধ করার জন্য ধন্যবাদ, সেই সাথে আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন, একে অপরের প্রতি সহনশীল হউন, মন ভালো থাকবে, সেই সাথে বিশ্বাস।
            • তুহিনা সীমা ১৩/১২/২০১৪
              আপনার কথাগুলো অনেক সুন্দর। ভালো থাকবেন।
              • আবু সাহেদ সরকার ১৫/১২/২০১৪
                আপনিও ভালো থাকবেন। আল্লাহ্ আপনাকে আরও সুন্দর সাহিত্যমনের মানুষ হিসেবে গড়ে তুলুন।
                • তুহিনা সীমা ১৫/১২/২০১৪
                  ধন্যবাদ।
                  • আবু সাহেদ সরকার ১৫/১২/২০১৪
                    আমার পাতায় তো দেখছি না আপনাকে।
  • অগ্নিপক্ষ ০৯/১২/২০১৪
    তারুণ্যে স্বাগতম!
  • আবিদ আল আহসান ০৮/১২/২০১৪
    বাপরে বাপ..রুপের ম্যাজিকে তো পাগল করে ফেলবেন!!!
    • অগ্নিপক্ষ ১৩/১২/২০১৪
      অ্যাঁ!!!!!
    • তুহিনা সীমা ০৯/১২/২০১৪
      রুপের ম্যাজিক ঠিক বুঝলাম না।
      • আবিদ আল আহসান ০৯/১২/২০১৪
        আপনার রূপের কথা বললাম। ডোন্ট মাইন্ড
        • তুহিনা সীমা ১০/১২/২০১৪
          এখানে মনে হয় লেখা বা প্রাসঙ্গিক বিষয় নিয়েই আলোচনা করা ভালো।
          • আবিদ আল আহসান ১০/১২/২০১৪
            ওহ সরি
  • অনিরুদ্ধ বুলবুল ০৮/১২/২০১৪
    কামনা করি - অচিরেই তা আপনার হাতের নাগালে ধরা দিক।
    অনেক শুভ কামনা।
 
Quantcast