www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুজোর বাইরে

চলতে চলতে পথের ধারে
হঠাৎ থেমে যাওয়া
সুন্দর এই মণ্ডপে সবার
পুজোর গন্ধ নেওয়া।
ছোট বড় সকল মানুষ
মনের রং বেশভূষায়
মুখের হাসি বাঁধ মানেনা
খুশির স্রোতে নিজেকে ভাসিয়ে দেয়।
মণ্ডপের চারপাশে খাবার অঢেল
দামটা বেজায় কম নয়
প্রতিটি খাবার চিন্তা যোগায়
খিদেয় ভরা দিনটা।
শেষে হয়ে নিরুপায়
পকেটের বাকি একশো টাকায়
খাবার কিনে হাতে
মুখের কাছে হাত বাড়াতে
বাঁধা পেলাম তাতে।
কোথা থেকে এক বাচ্চা মেয়ে
নোংরা জামা পড়ে
আমার দিকে ব্যাকুল চোখে
ছোট্ট হাতটা বাড়িয়ে।
"খিদে পেয়েছে কিছু দাওনা"
গলায় কম্পন তার
করুন কন্ঠ তার চোখের জল
কিভাবে উপেক্ষা করা যায়।
বাড়িয়ে দেওয়া খাবারটুকু
ছোট্ট মেয়েটির দিকে
হাসি মুখে দৌড়ে পালায়
হঠাৎ থামে মোড়ের মুখে।
পিছন ফিরে তাকিয়ে মেয়েটি
কিছু যেন বলতে চায়
কিন্তু মানুষের ভিড়ের মাঝে
ছোট্ট শরীর হঠাৎ হারায়।
বাস্তবে এই বেলায় খালি পেটে
হাসি আসেনা মুখে
রংগুলো হয়ে ওঠে সাদাকালো
গান তার নিজের ছন্দ ভাঙে।
কিন্তু এক অজানা শান্তি
ভরিয়ে তোলে মন
সেই খুশিতে চাঙ্গা হয়ে
আবার নতুন মণ্ডপ।
চোখে পড়ে পুরোহিতের
প্রসাদ বিতরণ
এগিয়ে এসে মাথায় ঠেকিয়ে
শরীরের ক্ষুধা নিবারণ।
মায়ের সন্তানের ক্ষুধার কষ্ট
বোধ হয় সে জেনেছে
মেয়েটির সেই ফিরে তাকানো
সেই বার্তাই কি বয়ে নিয়ে গেছে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast