গন্তব্য
চশমার পিছনে বন্ধু কে বা কাকে চেনে
কে বা চেনে চেনার জন্য
বাইরের সবুজ যখন ধূসর রেখা
নষ্ট সকল বন্য
ছুঁয়ে যাওয়া শীতল হওয়ার প্রশ্ন কানে আসে
কিরে এতদিন অন্ধ কেন ছিলিস
মনে উত্তর তখন একটাই মনে ভাসে
অন্ধ নয় লুকিয়ে রাখতাম মনের যত নালিশ
বিষয় যখন মানুষ চেনা
স্পর্শ কি লাগতে পারে কাজে
না কি সেই স্পর্শ স্বার্থ মেনে চলে
সময়ের সাথে মন নতুনভাবে সাজে
দীর্ঘ সময় গভীর বিশ্বাস
অথবা খানিক মুহূর্ত গভীর নিঃস্বাস
সময়ের খেলা নিষ্ঠুর
নিজেকে ভালোবাসা স্বার্থপরতা
কারণ বন্ধু গন্তব্য বহু দূর।
কে বা চেনে চেনার জন্য
বাইরের সবুজ যখন ধূসর রেখা
নষ্ট সকল বন্য
ছুঁয়ে যাওয়া শীতল হওয়ার প্রশ্ন কানে আসে
কিরে এতদিন অন্ধ কেন ছিলিস
মনে উত্তর তখন একটাই মনে ভাসে
অন্ধ নয় লুকিয়ে রাখতাম মনের যত নালিশ
বিষয় যখন মানুষ চেনা
স্পর্শ কি লাগতে পারে কাজে
না কি সেই স্পর্শ স্বার্থ মেনে চলে
সময়ের সাথে মন নতুনভাবে সাজে
দীর্ঘ সময় গভীর বিশ্বাস
অথবা খানিক মুহূর্ত গভীর নিঃস্বাস
সময়ের খেলা নিষ্ঠুর
নিজেকে ভালোবাসা স্বার্থপরতা
কারণ বন্ধু গন্তব্য বহু দূর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।