বিজয়ের মাসে তারুণ্যের প্রতিজ্ঞা
আমরা তরুণ বীর আমরা যে সৈনিক মুক্তির
বিজয় মাসে নিয়েছি যে প্রতিজ্ঞা একতা শক্তির।
আমরা ভাই ভেঙেছি একদিন দাসত্ব শৃঙ্খল
আমরা এবার দেশ গড়বো ফোটাবো শতদল।
আমরাই একদিন নিয়েছিলাম যে হাতে অস্ত্র
আমরা সেই হাতে দুঃখী কে বিলাইব অন্ন-বস্ত্র।
আমরা জেগেছি আজ দেখো আমরা লেগেছি কাজে
ফসলের মাঠে মাঠে সেজেছে আজ নতুন সাজে।
কল-কারখানায় যে আজকাল নতুন উদ্যম
আমার সোনার বাংলা দেখ আজ হয়েছে দুর্দম।
দেশ গড়ার প্রত্যয়ে আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ
আমাদের হাত ধরে আসবেই নতুন শতাব্দ।
আমরা নবীন প্রাণ জেগেছি আজ দেশের তরে
সোনালী শৈশব হাসে দেখো বাংলারই ঘরে ঘরে।
বিজয় মাসে নিয়েছি যে প্রতিজ্ঞা একতা শক্তির।
আমরা ভাই ভেঙেছি একদিন দাসত্ব শৃঙ্খল
আমরা এবার দেশ গড়বো ফোটাবো শতদল।
আমরাই একদিন নিয়েছিলাম যে হাতে অস্ত্র
আমরা সেই হাতে দুঃখী কে বিলাইব অন্ন-বস্ত্র।
আমরা জেগেছি আজ দেখো আমরা লেগেছি কাজে
ফসলের মাঠে মাঠে সেজেছে আজ নতুন সাজে।
কল-কারখানায় যে আজকাল নতুন উদ্যম
আমার সোনার বাংলা দেখ আজ হয়েছে দুর্দম।
দেশ গড়ার প্রত্যয়ে আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ
আমাদের হাত ধরে আসবেই নতুন শতাব্দ।
আমরা নবীন প্রাণ জেগেছি আজ দেশের তরে
সোনালী শৈশব হাসে দেখো বাংলারই ঘরে ঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০২/২০২০ভালো ।
-
মোঃ বুলবুল হোসেন ০৭/১২/২০১৯চমৎকার
-
নুর হোসেন ০৭/১২/২০১৯অনবদ্য কাব্য চমৎকার ছন্দ