www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের চাষী

প্রেমের চাষী
এম. তোফাজ্জল হোসাইন(অবিরূদ্ধ মোহাম্মদ)
*************************

তুমি আর আমি হব প্রেমের চাষী
বলব না ভালবাসি শুধু হৃদয়ের মাঠে ফাঁকা-
জমি টুকুন আমায় দাও।
প্রেম বুনব, হলুদ, সবুজ, লাল, নীল আর গোলাপী প্রেম;

আজি বাতায়ন খুলে দেখি গগনে মেঘ নেই বৃষ্টি ও নেই;
শুধু বইছে হাওয়া রোদ্দুরের আড়ালে আড়ালে।
প্রেমের বীজ বুনার এটাই তো মোক্ষম সময়,
প্রিয়া হয়েছে সময় আজি তোমার বুকের জমিন চাষের।
বলব না ভালবাসি শুধু হৃদয়ের মাঠে ফাঁকা-
জমি টুকুন আমায় দাও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast