www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা

ভালোবাসা; ফোঁটা ফোঁটা জল থেকে
হৃদয় অধরে অকৃল পাথার
ভালোবাসা; চিত্রায়িত বাসনার নীল চিন্হ
হৃদয় থেকে পাওয়া কবিতার।
ভালোবাসা; শাশ্বত রাত্রিতে রুঢ় রৌদ্রে পোড়ানো
নিধান আন্ধারে সূর্যালোক
ভালোবাসা; নীল আকাশে চিলের ডানা
অবাক হৃদয়ে স্বপ্নিল চোখ।
ভালোবাসা; মোম আর আগুনের পাশাপাশি থাকা
ক্ষতবিক্ষত দেহে জলন্ত ছাপ
ভালোবাসা; রুঢ় অরন্যে মরিচিকার আকাশে
বৃষ্টি বিহীন মেঘের প্রলাপ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast