মৃত্যু
আজকাল মৃত্যুকে আলিঙ্গন করতে বড় ইচ্ছা করে।
অথচ অনেক আগেই আমি একবার মরে গেছি।
আজ আমি আবার ও মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে।
ফিরে আসার কোনো উপায় নেই।
আমি অপেক্ষা করছি আবার ও
মৃত্যুকে আলিঙ্গন করতে।
নিস্তব্ধ এক মৃত্যুর,স্বপ্নের এক মৃত্যুর।
সুন্দর এক মৃত্যুর,শান্তির এক মৃত্যুর।
অপেক্ষা করছি আমি।
অথচ অনেক আগেই আমি একবার মরে গেছি।
আজ আমি আবার ও মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে।
ফিরে আসার কোনো উপায় নেই।
আমি অপেক্ষা করছি আবার ও
মৃত্যুকে আলিঙ্গন করতে।
নিস্তব্ধ এক মৃত্যুর,স্বপ্নের এক মৃত্যুর।
সুন্দর এক মৃত্যুর,শান্তির এক মৃত্যুর।
অপেক্ষা করছি আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩--ভালো ব্যঞ্জনাময়।--
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩ভাই এতো রহস্যময় মৃত্যুর চিন্তা কেন।আসুন আলোর পথে যেখানে গিয়েছে সখা অনেকেই চলে।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩ভাই এতো রহস্যময় মৃত্যুর চিন্তা কেন।আসুন আলোর পথে যেখানে গিয়েছে সখা অনেকেই চলে।
-
সহিদুল হক ২৪/০৯/২০১৩সুন্দর ভাবে মনের হতাশাটা প্রকাশ পেয়েছে কবিতায়।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩ভাই এতো রহস্যময় মৃত্যুর চিন্তা কেন।আসুন আলোর পথে যেখানে গিয়েছে সখা অনেকেই চলে।
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩একটু ঘোলাটে লাগলো....
'মরে গেছি আবার মৃত্যুর দুয়ারে দাড়িয়ে' কিভাবে ?
নাকি মৃত্যু হয়েছে সব মানবিক সত্তার? একটু ব্যাখ্যা থাকলে ব্যাপারটা ক্লিয়ার হতো,
না বুঝতে পারার দোষ একান্তই আমার,